skip to content
Wednesday, January 22, 2025
HomeScrollপড়ুয়াদের হাতে গরম তেল, সাসপেন্ড ৩ শিক্ষিকা

পড়ুয়াদের হাতে গরম তেল, সাসপেন্ড ৩ শিক্ষিকা

Follow Us :

ছত্তিশগড়: শৌচালয় অপরিষ্কার রাখার অপরাধে পড়ুয়াদের (Student) হাতে গরম তেল ঢেলে শাস্তি (Pinished) দেওয়ার অভিযোগ উঠল তিন শিক্ষিকার (Teacher) বিরুদ্ধে। প্রায় ২৫ জন পড়ুয়ার হাতে গরম তেল ঢেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ছত্তিশগড়ের (Chhattisgarh) কোন্ডাগাঁওয়ের মাকাড়ি ব্লকে এই ঘটনায় অভিযোগ ওঠা তিন শিক্ষিকাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার টিফিনের সময় স্কুলের বাইরে গিয়েছিলেন ওই তিন শিক্ষিকা। ফিরে এসে তাঁরা দেখেন পড়ুয়াদের বেশ কয়েক জন শৌচালয়ের বাইরে শৌচকর্ম করেছে। কেন তারা এই কাজ করল, তা জানতে চাওয়া হয়। কিন্তু ভয়ে কোনও পড়ুয়াই উত্তর দিতে পারেনি। অভিযোগ, তার পরই মিড ডে মিলের জন্য রান্নার তেল নিয়ে এসে পড়ুয়াদের হাতে ঢেলে দেওয়া হয়। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে যায়। শিক্ষিকাদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

আরও পড়ুন: দেশের ৪৪ জায়গায় তল্লাশি NIA-এর, গ্রেফতার ১৩

ব্লক শিক্ষা আধিকারিক তাহির খান জানিয়েছেন, বিষয়টি প্রকাশ্যে আসতেই জেলা শিক্ষা দফতর একটি তদন্তকারী দল গঠন করে। দলটি তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই তারা রিপোর্ট দেবে বলে জানিয়েছেন ব্লক শিক্ষা আধিকারিক। তবে আপাতত তিন শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেখুন আরও অন্য খবর

RELATED ARTICLES

Most Popular