জয়জ্যোতি ঘোষ
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) নিয়ে জল্পনা তুঙ্গে। ভারত (India) কি আদৌ পাকিস্তান (Pakistan) যাবে? পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আশাবাদী ছিলেন ভারত পাকিস্তানে এসে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে। কিন্তু সেই স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কলকাতা টিভি-কে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই-এর এক অফিশিয়াল জানিয়েছেন, ‘স্টান্স বদলানোর কোনও প্রশ্নই নেই। যেরকম কথা ছিল সেটাই হবে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। এখানেই শেষ নয়, ভারতের ম্যাচগুলি পাকিস্তান থেকে দুবাইতে স্থানান্তরিত করার জন্য আর্জিও জানানো হয়েছে।’
এর আগে পিসিবি থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতের সবকটি ম্যাচ লাহোরে হবে। আগের প্রস্তাব অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু সাম্প্রতিক অতীতে দু-দেশের রাজনৈতিক সম্পর্কের কোনওরকম উন্নতি না হওয়ার কারণে বিসিসিআই স্টান্স বদলাতে নিমরাজি। বলা ভালো এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার বিসিসিআইকে সবুজ সংকেত দিতে নারাজ। এর থেকে এটাও প্রায় স্পষ্ট যে সেমিফাইনাল এবং ফাইনালও পাকিস্তানের বাইরেই হতে চলেছে। গত এশিয়া কাপ হাইব্রিড মডেলে হয়েছিল। বড় কোনও পরিবর্তন না হলে আগামী আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির রোডম্যাপও সেই পথেই হাটতে চলেছে।
আরও পড়ুন: মায়ের আশীর্বাদ নিয়ে অস্ট্রেলিয়া চললেন ঋষভ পন্থ
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ শেডিউল ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও ভেন্যু এখনই প্রকাশ করা হবে না। পাকিস্তানের করাচি, রাওয়ালপিন্ডি এবং লাহোরে হওয়ার কথা এই আইসিসি টুর্নামেন্ট। বিসিসিআই-এর স্টান্স প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘বিসিসিআই-এর তরফ থেকে এখনও কোনও লিখিত বিবৃতি আসেনি।’