জলপাইগুড়ি: উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি আর তাতেই ভয়ঙ্কর রূপ নিয়েছে তিস্তা। ডুয়ার্সের মাল থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ফুলেফেঁপে উঠেছে খরস্রোতা তিস্তা। মেখলিগঞ্জের অসংরক্ষিত এলাকায় ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। গজলডোবা ব্যারাজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে এনডিআরএফ। তিস্তায় জল বাড়ায় চিন্তা বেড়েছে জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সচেতন করা হচ্ছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী, তৃণমূলে পুরো ভরসা আছে, সুকান্তর দরজা প্রশংসা!
আরও খবর দেখুন