তেলেঙ্গনা: প্রাক্তন বিধায়কের নাগরিকত্ব ইস্যুতে নজিরবিহীন রায় দিল তেলেঙ্গনা হাইকোর্ট। নাগরিকত্ব বাতিলের পাশাপাশি ভারত রাষ্ট্র সমিতি দলের নেতা ডঃ রমেশ চেন্নামানেনিকে জরিমানা বাবদ ৩০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশও দিল আদালত। এর আগে ২০১৯ সালে তাঁর ভারতীয় নাগরিকত্ব বাতিল করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে তেলেঙ্গনা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু রাজ্যের শীর্ষ আদালত রমেশের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তকে বহাল রাখল এবং তাকে জার্মান নাগরিক হিসেবে ঘোষণা করল। আগে এই প্রাক্তন বিধায়কের নাগরিকত্ব ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। দলের তরফে ভি রোহিত মামলা দায়ের করেছিলেন। তাঁদের দাবি ছিল, ১৯৯০-এর দশক থেকে ডঃ রমেশ চেন্নামানেনি জার্মানির নাগরিকত্ব পেয়ে এসেছেন। শেষমেশ, সেই দাবিকেই মান্যতা দিল আদালত।
আরও পড়ুন: শব্দদূষণ কমানোর স্বার্থেও সারা বছর শব্দবাজিতে নিষেধাজ্ঞা দরকার, মত সুপ্রিম কোর্টের
উল্লেখ্য, তেলেঙ্গানায় জন্ম হয় রমেশ চেন্নামানেনির। সেখানে স্কুল পর্যায়ের পড়াশোনা সেখানে শেষ করে তিনি জার্মানি পাড়ি দেন। ১৯৯৩ সালে তিনি জার্মানির নাগরিকত্ব গ্রহণ করেন। তবে ২০০৭ সালে ফের ভারতে ফিরে ফের এদেশের নাগরিকত্ব গ্রহণ করেন রমেশ। কিন্তু তিনি মিথ্যা তথ্য দিয়ে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে অভিযোগ ওঠার পর মামলা হয়। এর মাঝেই কেন্দ্র তাঁর ভারতীয় নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত নেয়। তারপরই মামলা গড়ায় তেলেঙ্গনা হাইকোর্টের চৌকাঠ। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের রায় চ্যালেঞ্জ করে হওয়া মামলায় জরিমানা করা হয় ডঃ রমেশ চেন্নামানেনিকে। কারণ ভারত সরকার ও আদালতকে বারংবার মিথ্যা তথ্য দিয়ে অভিযুক্ত বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি। এমনকি, মিথ্যা তথ্যের ভিত্তিতে ২০০৯, ২০১০ ও ২০১৪ সালে নির্বাচনে লড়ে জিতেওছেন, এমনটাই জানিয়েছে তেলেঙ্গনা রাজ্যের শীর্ষ আদালত।
দেখুন আরও খবর: