কলকাতা: পুরসভার হাতে আর টেন্ডার (Municipal Tender) থাকছে না। এবার থেকে টেন্ডার হবে উপর মহলে। জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সৌরশক্তি থেকে জমি বন্টনের টেন্ডার হবে উপর মহলে। এর জন্য কমিটি করা হবে। লোকালি কাকেই বা দেব, ডিএম, এসডিপিও সবই একই। এদ্ক ওদিক থেকে টাকা খাচ্ছে। সব দেওয়া নেওয়ার মধ্যে চলছে।
টেন্ডারের মাধ্যমে আর্থিক দুর্নীতির (Financial Corruption Tenders) অভিযোগও উঠেছে। দুর্নীতি নিয়ে প্রশাসনিক কর্তাদের কাজ নিয়ে রীতিমতো রণংদেহি মূর্তি ধারণ করেন মমতা। এপ্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, ডিএম, এসডিপিও সবই একই। টাকা নিয়ে এই সব করছে। দিয়ে-টিয়ে খাচ্ছেন। সে কারণে এবার থেকে স্থানীয়ভাবে টেন্ডার বন্ধ। তার পরিবর্তে এবার কেন্দ্রীয়ভাবে টেন্ডার হবে। টেন্ডার পর্যালোচনার কাজে একটি কমিটিও গঠন করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক, বিডিওদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। প্রশাসনিক কর্তাব্যক্তিদের লোভ সংবরণ করতে হবে। জনগণ পরিষেবা না পেলে পুরসভা-পঞ্চায়েত রেখে লাভ কী? আপনাদের লজ্জা করে না। আপনারা রাম-শ্যাম-যদু-মধু যাই হোন না কেন আমি কাউকে ছেড়ে দেহ না। পুলিশকে অবিলম্বে ‘রং না দেখে’ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: এবার কি আমাকে রাস্তা ঝাঁট দিতে বেরোতে হবে, প্রশ্ন মমতার
এদিন পরিষেবার নিরিখে পুরসভাকে রিপোর্ট কার্ড দেন। পানীয় জল, হাউসিং, পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য নিকাশীতে হাওড়া, কলকাতা, বিধাননগর, শিলিগুড়ি পুরসভাকে কাজের নিরিখে রিপোর্ট কার্ডও দেন। কোনও অবহেলা শুনব না। পারফর্ম্যান্স রিভিউ হবে। অনেক ভদ্রতা দেখিয়েছি। ভদ্রতা দেখানো মানে এটা নয় একতরফা গায়ের জোরে জমি দখল হবে। মানুষ যদি উন্নত পরিষেবা না পায় তো পঞ্চায়েত ও পুরসভা তুলে দেব। হুঁশিয়ারি মমতার।
অন্য খবর দেখুন