কাকদ্বীপ, মানস প্রধান: প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের ঘরের মধ্যে তালা বন্ধ করে বিক্ষোভ অভিভাবকদের। কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানায় এক শিক্ষককে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় দু ঘন্টা ধরে একটি ঘরে ওই শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকেরা।
জানা গিয়েছে, কয়েকদিন আগে এই এলাকার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানি করে। এরপরই ওই ছাত্রী পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে কেসও হয়। পরে ওই শিক্ষক জামিন পায়। জামিন পাওয়ার পর শনিবার সকালে তিনি স্কুলে এলে ছাত্র-ছাত্রীর অভিভাবক ও অভিভাবিকারা তাকে একটি ঘরের ভেতর ঢুকিয়ে তালা বন্ধ করে বিক্ষোভ দেখান। প্রায় দু ঘন্টা ধরে এই বিক্ষোভ চলে।
আরও পড়ুন:কালনায় ছাত্রীর রহস্যমৃত্যুতে পুলিশের হাতে সিসিটিভি ফুটেজে
পরে ঘটনাস্থলে আসে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। পুলিশের সামনেও তাঁরা বিক্ষোভ দেখান। অভিভাবকদের দাবি, ওই শিক্ষক এই স্কুলে পড়ালে তাঁরা আর ছেলেমেয়েদের স্কুলে পাঠাবেন না। অবশেষে হারুউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ এসে প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দেখুন অন্য খবর: