নয়াদিল্লি: লোকসভা ভোটের (2024 Lok Sabha Elections) আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বড় পদক্ষেপ। ‘জঙ্গি’ ছাত্র সংগঠন সিমি (SIMI) বা স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (Students Islamic Movement of India )-কে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল অমিত শাহের মন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রক সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে। ২০০১ সাল থেকে সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা জারি আছে। তা আরও পাঁচ বছর বাড়ানো হল। বেআইনি কার্যকলাপ দমন আইনে (এইউএপিএ) সিমির কার্য কলাপ নথিভুক্ত হবে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর এবং লোকসভা নির্বাচনের আগে অমিত শাহের মন্ত্রকের এই সিদ্ধান্ত হিন্দুত্ববাদীদের পালে হাওয়া যোগাবে বলে অনেকে মনে করছেন। ভোটের আগে দেশে কোনও রকম নাশকতা মূলক কাজ কিংবা বিদেশী মদতপুষ্ট উস্কানীতে বিশৃঙ্খলা যাতে ঘটতে না পারে তার জন্য এই সিদ্ধান্ত।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah ) সোমবার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জেরো টলারেন্স নীতির কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের মতে ভারতের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং অখণ্ডতাকে নষ্ঠ। সন্ত্রাসবাদ, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার জন্য সিমি-কে জড়িত পাওয়া দিয়েছে। এই সংগঠনের বিরুদ্ধে, দেশের বিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন্দ্রের জিরো টলারেন্সের নীতিতে এই সংগঠনকে আরও ৫ বছরেরে জন্য নিষিধ ঘোষণা করা হয়েছে।
Bolstering PM @narendramodi Ji’s vision of zero tolerance against terrorism ‘Students Islamic Movement of India (SIMI)’ has been declared as an ‘Unlawful Association’ for a further period of five years under the UAPA.
The SIMI has been found involved in fomenting terrorism,…— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) January 29, 2024
আরও পড়ুন: লালুকে গ্রেফতার করতে পারে ইডি, দাবি কন্যার
এই প্রথম নয় সিমি’কে বহু বছর আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন সংগঠনের এক প্রাক্তন কর্তা। স্বরাষ্ট্রমন্ত্রক হলফনামা দিয়ে জানিয়েছে, সংগঠনটির বিরুদ্ধে একাধিক সন্ত্রাসমূলক কার্যকলাপেও যুক্ত থাকার অভিযোগ পাওয়া যায়। দেশকে ইসলামিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। তারা গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার আদর্শে বিশ্বাস করে না। নানা ধরনের অশান্তির ঘটনায় যুক্ত ছিল। সিমির পিছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদত রয়েছে বলে ইতিপূর্বে একাধিক মামলায় জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও অন্য খবর দেখুন