নয়াদিল্লি: অনলাইন লিগ্যাল সার্ভিসেস (Online Legal Services) ওয়েবসাইটের (Website) বিরুদ্ধে শুরু হওয়া জালিয়াতির (Fraud) মামলা খারিজের আবেদন নাকচ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)।
অনলাইন লিগ্যাল ইন্ডিয়া নামে ওই ওয়েবসাইটটি একইভাবে বহু মানুষকে প্রতারিত করেছে বলে দেখা যাচ্ছে। অভিযোগকারীরা অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাতে সাড়া দেওয়া হয়নি বরং কুৎসিত ভাষা প্রয়োগ করা হয়েছে। অভিমত বিচারপতি অজয় কুমার গুপ্তার।
আরও পড়ুন: থালা তৈরির আড়ালে মাটির নীচে ভয়ঙ্কর কর্মকাণ্ড! বিহারে হানা লালবাজারের
তদন্তকারী অফিসার অভিযোগকারী ও অন্যান্য সাক্ষীদের যে বয়ান নথিবদ্ধ করেছেন, সেই মতো দেখা যাচ্ছে, সংস্থাটি বহু মানুষকে ঠকিয়েছে। তদন্ত এখনও চলছে, শেষ হয়নি। ফলে তদন্তের এই প্রাথমিক পর্যায়ে অভিযোগ খারিজ করা যাবে না। জানিয়েছে আদালত।
দেখুন অন্য খবর: