ওয়েব ডেস্ক : মোদি(Modi) জামানায় দেশে ঘটে গেল সব থেকে বড় দুর্নীতি! এই দুর্নীতির পর্দা ফাঁস করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। সূত্রের খবর, দেশের মধ্যে অনেকদিন ধরে ঘটে চলেছিল সর্ববৃহৎ মেডিক্যাল কলেজ কেলেঙ্কারি। এই দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ন্যাশনাল মেডিক্যাল কমিশন থেকে শুরু করে অনেক বেসরকারি মেডিক্যাল কলেজের। এই দুর্নীতি মামলায় সিবিআই ইতিমধ্যে ৩৪ জনের নামে এফআইআর দায়ের করেছে।
সিবিআই (CBI) সূত্রে খবর, দীর্ঘদিন ধরে মেডিক্যাল কলেজগুলির গোপন অনেক তথ্য ফাঁস করা হচ্ছিল। সুপরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করে এই দুর্নীতি চালাচ্ছিল বেশ কয়েকজন অসাধু ব্যাক্তি। অভিযোগ, গোপন তথ্য অনুযায়ী বেশ কিছু মেডিক্যাল কলেজ ভুয়ো ফ্যাকাল্টি, ভুয়ো শিক্ষক, ভুয়ো রোগী নিয়ে এসে এই জালিয়াতি চালাচ্ছিল। শুধু তাই নয়, ওই মেডিক্যাল কলেজগুলিতে যারা মূল্যায়ন করতে আসতেন, তাদেরকে দেওয়া হত মোটা অঙ্কের ঘুষ। তার বিনিময়ে মিলত পছন্দের রিপোর্ট।
আরও খবর : জাতীয় সড়কে কমলো টোলের হার! তালিকায় কোন কোন সড়ক জেনে নিন
সিবিআই (CBI) জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রক ও ন্যাশনাল মেডিক্যাল কমিশনের সঙ্গে যুক্ত দিল্লির বেশ কিছু অসাধু ব্যক্তি গোপন সরকারি নথির ছবি দালালদের পাঠাত। সেই নথিতে থাকত মেডিক্যাল কলেজগুলিতে কোন আধিকারিক পরিদর্শন করবেন, কবে পরিদর্শন করবেন, তা ছাড়াও থাকত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। সেই অনুযায়ী কলেজগুলিতে সাজিয়ে রাখা হত ভুয়ো ব্যবস্থা। অভিযোগ, পরিদর্শনে আসা আধিকারিককে মোটা অঙ্কের ঘুষ দিয়ে পছন্দ মতো রিপোর্ট তৈরি করিয়ে নিতো কলেজগুলি।
এই দুর্নীতি মামলায় সিবিআই (CBI) ৩৪ জনের নামে এফআই দায়ের করেছে। তালিকায় স্বঘোষিত ধর্মগুরু রবিশঙ্কর মহারাজ থেকে শুরু করে রয়েছেন বিভিন্ন মেডিক্যাল কলেজের একাধিক ব্যক্তি, নাম রয়েছে সরকারি আধিকারিকদেরও। কেন্দ্রীয় তদন্ত সংস্থা মনে করছে, এটা ভারতে অন্যতম মেডিক্যাল কলেজ কেলেঙ্কারি।
দেখুন অন্য খবর :