কলকাতা: অবশেষে NEET-PG পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড। শুক্রবার ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সের (NBEMS) তরফে জানানো হয়েছে আগামী ১১ অগাস্ট (NEET PG 2024 Date Announced) এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে। দুটি শিফটে নেওয়া হবে এই পরীক্ষা। নোটিশে বলা হয়েছে পরীক্ষার চারদিন পর কাট অফ ঘোষণা করা হবে। ১১ অগাস্ট পরীক্ষার দিন বিশেষ সুরক্ষা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি তরফে জানানো হয়েছে পরীক্ষার দিন বিশেষ সুরক্ষা ব্যবস্থা থাকবে।
বোর্ডের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত তথ্য জানার natboard.edu.in সাইটে যেতে হবে পরীক্ষার্থীদের। দুই শিফটের বিশদ তথ্য প্রকাশ করা হবে সাইটে। এছাড়াও, পরীক্ষার্থীদের কোনও প্রশ্ন থাকলে ওই পোর্টালের কমিউনিকেশন অপশনে গিয়ে সরাসরি বোর্ডের সঙ্গে যোগাযোগ করা যাবে। জানান গিয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস (NEET Scam Row) রুখতেও এবার অভিনব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এনবিইএমএস জানিয়েছে, পরীক্ষা শুরু হওয়ার ২ ঘন্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে। তার পর তা সরাসরি চলে যাবে পরীক্ষার্থীদের কাছে। দুর্নীতি (NEET Scam) সম্ভাবনা রুখতেই এই ব্যবস্থা।
প্রসঙ্গত, গত ২৩ জুন নিট পিজি (NEET PG) পরীক্ষা হওয়ার কথা ছিল। নিট ইউজির প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্কের ঝড় ওঠে দেশজুড়ে। চাপের মুখে পড়ে পরীক্ষার কয়েক ঘণ্টা আগে মেডিক্যালে স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সরকারের তরফে ঘোষণা করা হয়, এনটিএর অধীনে পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে নিট পিজি পিছিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো, পুরো পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখে পরে নতুন করে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে।