কাকদ্বীপ, মানস প্রধান: স্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত দুই ছাত্রীর নাম নাম সুমিতা দাস ও সোমা জানা। দুইজনেই কাকদ্বীপের (Kakdwip) অক্ষয় নগর এলাকায় থাকত। সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের(Sundarban Adarsh Vidyamandir) ক্লাস টুয়েলভের ছাত্রী ছিল তারা। গতকাল পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে ছিল ওই দুই ছাত্রী। তারপর থেকেই নিখোঁজ দুজনে।
আরও পড়ুন: মহারাষ্ট্রে বিরাট জয় বিজেপির, কী বললেন মোদি
পুলিশ জানায়, কাশিনগর ও মাধবনগর স্টেশনের মধ্যবর্তী জায়গা থেকে তাদের দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হারউড পয়েন্ট কোস্টাল থানার (Harwood Point Coastal Police Station)পুলিশ তিনজনকে আটক করেছে।
মৃত সুমিতা দাসের পরিবারের লোকজন তাদের মেয়েকে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ এনেছেন। ছোটবেলা থেকেই সুমিতা মামা বাড়িতে মানুষ বলে জানা যায়। মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন অন্য খবর: