
নয়াদিল্লি: আবারও একটি দুঃসংবাদ বলিউড থেকে। কঙ্গনা রানাউতের রিভলভার রানির সহ অভিনেত্রীর দেহ উদ্ধার বন্ধ ঘর থেকে। মঙ্গলবার উতক্তরপ্রদেশের (Uttarpradesh) সুলতানপুরের বাড়িতে ওই ঘটনা ঘটে। মৃতার নাম মল্লিকা রাজপুত (Mallika Rajput) (৪০)। সংসারে অশান্তির জেরে মল্লিকা আত্মঘাতী হয়ে থাকতে পারে বলে অনুমান।
অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও পরিচিত পেয়েছিলেন তিনি। গায়ক শানের সঙ্গে একটি অ্যালবামে দেখা গিয়েছিল তাঁকে। তিনি বিজয়লক্ষ্মী নামেও পরিচিত ছিলেন। পাঁচ বছর আগে শিন্দে জনার্দন নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। সাংসারিক অশান্তিতে ভুগছিলেন তিনি। মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর মা সুমিত্রা সিংহ। তিনি বলেন, ঘরের দরজা বন্ধ। ভিতরে আলো জ্বলছে। জানালা দিয়ে মেয়ের দেহ দেখতে পাওয়া যায়। সংসারে কোনও অশান্তি ছিল কি না জানতাম না।
আরও পড়ুন: পাকিস্তানে জোটের সরকার, তীব্র কটাক্ষ ইমরান খানের
আরও খবর দেখুন