দার্জিলিঙ: দার্জিলিঙে (Darjeeling) ফিরল জম্মু কাশ্মীরে নিহত ক্যাপ্টেনের দেহ। বাগডোগরা বিমানবন্দরের আলফা জোনে অবতরণ করানো হয়েছিল ক্যাপ্টেন (Captain) ব্রিজেশ থাপার (Brijesh Thapa) দেহ। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় ব্যাঙডুবি সেনাছাউনিতে। বৃহস্পতিবার লেবংয়ের বাড়িতে নিয়ে যাওয়া হবে দেহ।
বুধবার দার্জিলিঙে ফিরল জম্মু কাশ্মীরের ডোডায় সেনা জঙ্গির গুলির লড়াইয়ে নিহত ক্যাপ্টেন ব্রিজেশ থাপার কফিনবন্দি দেহ। লেবংয়ের বড়াগিঙের বাসিন্দা ক্যাপ্টেনকে শেষবারের মতো দেখতে উপচে পড়ে ভিড়। ব্রিজেশের মা নীলিমা বলেন, খারাপ লাগার থেকেও গর্ব বেশি হচ্ছে। তবে এটাও সত্যি যে ওর সঙ্গে আর কখনও দেখা হবে না। ব্রিজেশের বাবা ভুবনেশের বক্তব্য, আমার ছেলে দৃষ্টান্ত তৈরি করল। সেনাছাউনিতে শ্রদ্ধা জানানো হয় শহিদকে। ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, জিটিএর এগজিকিউটিভ চেয়ারম্যান অনিত থাপা, জেলাশাসক সহ প্রাক্তন সেনাকর্মীরা।
আরও পড়ুন: ধর্মে হস্তক্ষেপ বন্ধ করুক, মোদিকে হুঁশিয়ারি শঙ্করাচার্যের
আরও খবর দেখুন