নয়াদিল্লি: ২০২৩ সালের সংশোধিত তথ্যপ্রযুক্তি আইন (Information Technology Act) অনুযায়ী ফ্যাক্ট চেক ইউনিট (Fact Check Unit) গঠনের ব্যবস্থা খারিজ করল বম্বে হাইকোর্ট। ডিজিটাল প্লাটফর্মে মিথ্যা ও জাল তথ্য বা সংবাদ চিহ্নিত করতে কেন্দ্রীয় সরকারকে ফ্যাক্ট চেক ইউনিট গঠনের আইনি সুযোগ দিয়েছিল তথ্যপ্রযুক্তি আইনের সংশোধিত ধারা। কিন্তু সেই সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করে খারিজ বম্বে হাইকোর্টের।
এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া, কমেডিয়ান কুনাল কামরা সহ অন্যান্যদের মামলায় বৃহস্পতিবার রায়দান বিচারপতি অজয় গাদকারি ও বিচারপতি ডাক্তার নীলা গোখলের। প্রসঙ্গত বিচারপতি গৌতম প্যাটেল ও বিচারপতি ডক্টর নীলা গোখলে জানুয়ারি মাসে এই মামলাতেই দু’রকম রায় দিয়েছিলেন। বিচারপতি প্যাটেল সংশোধনী খারিজ করলেও বিচারপতি গোখলে তা সঠিক ঘোষণা করেন। ফলে তৃতীয় বিচারপতির অভিমতের জন্য মামলা স্থানান্তরিত হয়। সেই সূত্রে বিচারপতি অতুল চান্দুরকার বিচারপতি প্যাটেলের সঙ্গে সহমত জানান। বিচারপতি প্যাটেল ইতিমধ্যে অবসর গ্রহণ করায় বিচারপতি গাদকারি ও বিচারপতি গোখলের ডিভিশন বেঞ্চে বিষয়টি চূড়ান্ত রায়ের জন্য পেশ হয়।
আরও পড়ুন: প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না, ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের
আরও খবর দেখুন