কলকাতা: বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি (CID) প্রায়ই ডেকে পাঠাচ্ছে অন্য একটি মামলায় । কেন? এটা কি এতই গুরুত্বপূর্ণ মামলা? অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সুপ্রিম কোর্ট তো সিআইডি (CID) এবং রাজ্যকে অনেক নির্দেশ দেন। সব নির্দেশ কি রাজ্য বা সিআইডি (CID) মেনে চলে? – প্রশ্ন বিচারপতি গাঙ্গুলির।
রাজ্যকে আপনি বিভিন্ন বিব্রতকর অবস্থা থেকে বাঁচাতে পারেন। চেষ্টা করে দেখুন। কিশোর দত্তকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতি দুর্নীতি মামলায় মন্তব্য বিচারপতির।
আরও পড়ুন: ছত্তিশগঢ়ে জঙ্গল কাটা রুখতে আন্দোলন দানা বাঁধছে
এই মামলায় সিআইডি (CID) কিছুই করতে পারেনি বলে সিবিআইকে (CBI) দেওয়া হয়েছিল। – মন্তব্য বিচারপতির। আগামী একসপ্তাহের মধ্যে সিবিআইকে (CBI) গাড়ি এবং ৮ জন পুলিশ আধিকারিক দেবে রাজ্য। উত্তরবঙ্গে অফিস দেওয়ার জন্য ২ মাস সময় চাইল রাজ্য। সময় দিল আদালত।
আরও খবর দেখুন