নয়াদিল্লি: নারীদের ক্ষমতায়ন নিয়ে একাধিকবার সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । প্রধানমন্ত্রী বলেছেন, দেশ, সমাজ গঠনে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার আধা সামরিক বাহিনীতে (সিআইএসএফ) সর্ব মহিলা রিজার্ভ ব্যাটেলিয়ন (Central armed forces )নিয়োগ করতে চলেছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে।
প্রথম ধাপে ১০২৫ জন মহিলা নিয়োগ করা হবে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, আধা সামরিক বাহিনীতে ঊর্ধতন কম্যান্ডান্ট র্যাঙ্ক আধিকারিকের অধীনে ‘সংরক্ষিত ব্যাটেলিয়ন’য়ে ১০২৫ জন মহিলা নিয়োগ করা হবে। এই নিয়োগ পর্ব চলবে সদর দফতর থেকে। নতুন নিযুক্ত ব্যাটালিয়নকে ভিআইপি নিরাপত্তায় কমান্ডোর ভূমিকায় প্রশিক্ষণ দেওয়া হবে। সিআইএসএফ নতুন ব্যাটালিয়নের জন্য প্রাথমিক নিয়োগ এবং প্রশিক্ষণের জন্য প্রস্তুতি শুরু করেছে।
আরও পড়ুন:বিহার উপনির্বাচনে ভোট পরীক্ষা প্রশান্ত কিশোর দলের, মাঠে নামলেন লালুও
এই প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী ভিআইপি নিরাপত্তায় কমান্ডো সহ এবং বিমানবন্দর, দিল্লি মেট্রোর নিরাপত্তা পরিচালনা সহ বহুবিধ ভূমিকা পালন করতে সক্ষম হবে।
সিআইএসএফের এখন পর্যন্ত ১২টি রিজার্ভ ব্যাটালিয়ন রয়েছে, যেগুলিতে পুরুষ এবং মহিলা উভয় কর্মরত রয়েছে। ৬৮টি বেসামরিক বিমানবন্দর, দিল্লি মেট্রো এবং তাজমহল এবং লাল কেল্লার মতো ঐতিহাসিক স্থাপনাগুলিতে মহিলা যাত্রী ও দর্শনার্থীদের সুবিধার জন্য একটি বাহিনী মোতায়েন থাকে।
উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ মাসে বাহিনীর ৫৩ তম প্রতিষ্ঠা দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে বাহিনীতে সর্ব-মহিলা ব্যাটালিয়ন তৈরির প্রস্তাব দেওয়া হয়।
দেখুন অন্য খবর: