নয়াদিল্লি: বাংলাদেশ (Bangladesh) নিয়ে এবার পদক্ষেপ করল ভারত। ভারত বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে কমিটি গঠন করল ভারত। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
তিনি লিখেছেন, বাংলাদেশে ঘটে চলা পরিস্থিতির প্রেক্ষিতে মোদি সরকার একটি কমিটি গঠন করল। ভারত বাংলাদেশ সীমান্তে পরিস্থিতির উপর নজর রাখবে ওই কমিটি। ওই কমিটি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবে। ভারতীয়, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু যাঁরা বাংলাদেশে বসবাস করছেন তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি দেখা হবে। ওই কমিটির মাথায় রয়েছেন পূর্বাঞ্চলের বিএসএফের এডিজি।
আরও পড়ুন: তরুণী চিকিৎসকের মৃত্যুতে কর্ম বিরতির ডাক জুনিয়র ডাক্তারদের
উল্লেখ্য, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে সোমবার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপর থেকে উত্তাল বাংলাদেশ। সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানোর অভিযোগ ওঠে। অনেকে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসতে চায়। তাঁরা ভিড় করেন সীমান্তে। এছাড়া হাসিনার দল আওয়ামি লিগের নেতা, কর্মীদের টার্গেট করা হয়। তবে বর্তমানে সেখানে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। ইউনুস শান্তি বজায় রাখার আবেদন করেছেন। আন্দোলনকারী পড়ুয়ারাও শান্তি বজায় রাখতে বলেছেন।
আরও খবর দেখুন