কলকাতা: সম্প্রতি বিধানসভা উপ নির্বাচনে (Assembly By Election) রাজ্যের ৬টি আসনেই দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির। বরং মাদারিহাট আসন হাতছাড়া হয়েছে তাদের। তার উপরে রাজ্য়ে বিজেপির (BJP) সদস্য সংগ্রহের হাল খুব খারাপ। তা নিয়ে বিজেপি নেতৃত্বের অভ্যন্তরে চাপা অসন্তোষ ছিলই। এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তোপে রাজ্য বিজেপির নেতারা। বিজেপির কেন্দ্রীয় নেতা সরাসরি হুঁশিয়ারি দিলেন। ভার্চুয়াল বৈঠকে বিজেপির এই রাজ্যের বিধায়ক এবং সাংসদদের তুলোধুনো করলেন সুনীল বনশল । তিনি এই রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক । সেখানে তিনি দলের পুরনো নেতাদের সক্রিয় করতে নির্দেশ দিয়েছেন। রাহুল সিনহা ও দিলীপ ঘোষের মতো রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিদের সদস্য সংগ্রহের নেতৃত্বে সামনে আনতে নির্দেশ দেওয়া হয়েছে। গত বিধানসভা, লোকসভা, সাম্প্রতিক উপ নির্বাচন সব ক্ষেত্রেই দেখা গিয়েছে ক্রমশ রাজ্যে জমি হারাচ্ছে বিজেপি। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কী ক্রমাগত ব্যর্থতার জন্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতি আস্থা হারাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? না কি আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পুরনো ও নতুন নেতৃত্বের মধ্যে সমন্বয় রেখে চলার বার্তা দেওয়া হল।
বিজেপি সূত্রে খবর, ওই বৈঠকে সুনীল বনশল বলেন, কোন বিধায়ক এবং সাংসদ কী করছেন সব খবর আছে আমাদের কাছে । এলাকায় যান না অনেকেই । ঘুড়ে বেড়ান অন্য জায়গায় । অন্য জায়গায় গিয়ে মস্তানি দল মেনে নেবে না । নিজের এলাকায় সময় দিন । সংগঠন তৈরি করুন । জিতে ভাববেন না বিরাট কিছু হয়ে গিয়েছেন । কেন বেশ কিছু বিধায়ক এবং সাংসদের এলাকায় সদস্য সংখ্যার এই হাল? দীলিপ ঘোষ এবং রাহুল সিনহাকে যুক্ত করে সদস্য সংগ্রহ কাজ করুন । বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে বনশলের নির্দেশ । গত কাল রাতে এই ভার্চুয়াল বৈঠক হয়।
আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারে প্রতিবাদ আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশংকরের
দেখুন অন্য খবর: