নয়াদিল্লি: রতন টাটার (Ratan Tata) পরবর্তী টাটা ট্রাস্টের (Tata Trust) চেয়ারম্যানের নাম ঘোষণা হল। এই দায়িত্ব পেলেন রতন টাটার সৎ ভাই। রতন টাটার মৃত্যুর দুদিন পরে ট্রাস্টের চেয়ারম্যান বেছে নিল সংস্থা। টাটা ট্রাস্টের জনহিতকর শাখা টাটা ট্রাস্টের চেয়ারম্যান হলেন নোয়েল টাটা। সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেছেন, নোয়েল বিচক্ষণ মানুষ। ব্যবসা চালানো ও বড় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো দক্ষতা তাঁর রয়েছে। রতন টাটার বাবা নাভাল টাটা। নাভালের দ্বিতীয় স্ত্রীর সন্তান ৬৭ বছরের নোয়েল টাটা।
বুধবার রাতে মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় রতন টাটার। বয়স হয়েছিল ৮৬। তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনের বাইরে জড়ো হন বিভিন্ন পেশার মানুষ। হাজির হন টাটা গ্রুপের কর্মচারীরাও। রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন অমিত শাহ। শেষ শ্রদ্ধা জানাতে হাজির মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। ওরলি শ্মশানে রতন টাটাকে গ্যান স্যালুট দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়। তাঁকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল নামে ওরলি শ্মশানে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হয়।
আরও পড়ুন: ইন্দো-চীন যুদ্ধ হতে দেয়নি রতন টাটার বিবাহ!
দেখুন অন্য খবর: