কলকাতা: পদত্যাগ করে বেরনোর সময় বাংলাদেশের (Bangladesh) প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়ালকে ধাওয়া বিক্ষোভরত জনতার। তিনি সহ অন্য চার নির্বাচন কমিশনারের কপালে দুশ্চিন্তার ভাঁজ। বৃহস্পতিবার সেখানকার নির্বাচন কমিশন বৈঠকে বসে। তারপরই এই সিদ্ধান্ত জানানো হয়। নিজের আয়োজন করা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত নির্বাচন বলেও উল্লেখ করে এদিন পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার। বিতর্কিত নির্বাচন বলায় শেষ মেয়াদে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়ার প্রক্রিয়াকেই তিনি প্রশ্ন তুলে দিলেন বলেই মনে করা হচ্ছে।
বাংলাদেশে নির্বাচন কমিশনের (Election Commission) মেয়াদ পাঁচ বছর করে। কিন্তু আড়াই বছর পরেই ইস্তফা দিলেন কমিশনের সদস্যরা। কিছুদিন আগেই ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছিল, তারা নির্বাচন কমিশনেও সংস্কার করতে চলেছে। এরপরেই সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ করেন কমিশনের সদস্যরা।
আরও পড়ুন: ওড়িশা থেকে মুরগি ও ডিম ঢোকার উপর নিষেধাজ্ঞা
আরও খবর দেখুন