কলকাতা: হাত জোড় করে বলছি, ভিতরে এসো। ঘর থেকে বেরিয়ে অনড় জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) । মমতা জানান, আন্দোলনকারীরা যে চিঠি দিয়েছিল তাতে সরাসরি সম্প্রচারের চিঠি ছিল না। তাঁর কথায়, যদি নাই আসো তাহলে চিঠি দিলে কেন? আমাকে অসম্মান করছো। এর আগেও আমি তিন দিন অপেক্ষা করে বসে থেকেছি। রাজনীতি ভুলে যাও। মানুষের স্বার্থে এসো, কথা বলো। মিনিটস সই করে দেব। আমাদের তরফে একজন সই করবে। তোমাদের তরফেও একজন সই করবে। তোমরা যদি কথা বলতে না চাও, বৈঠক না করো। অন্তত একবার ভিতরে এসে চা খেয়ে যাও। বৈঠক না করো, অন্তত একবার চা খেয়ে যাও। ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে। আমরাও কেউ ভিডিয়ো রেকর্ডিং করব না।
জুনিয়র ডাক্তার অর্ণব মুখোপাধ্যায়ের দাবি, কী কারণে আমাদের ভিডিয়োগ্রাফারকে অনুমতি দেওয়া যাবে না? আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, বলি যে আমাদের ভিডিয়ো তোলা হচ্ছে। তাঁরা বলেন, এটা নিরাপত্তা জোন। আমরা সেটাও মেনে নিয়েছি। এরপর জানাই, তাঁদের তরফে যে ভিডিয়ো তোলা হবে সেই প্রক্রিয়ায় আমাদের একজন প্রতিনিধি রাখা হোক। প্রযুক্তিগত সমস্যা হলে যাতে আমাদের লোকও দেখতে পারেন। বৈঠকের শেষ যাতে পুরো ভিডিয়ো আমাদের দেওয়া হয়। আমাদের প্রতি ডাক্তারি জনতা, যাঁরা স্বাস্থ্যভবনের সামনে বসে রয়েছে তাঁদের জবাব দেওয়ার জন্য এটা বলেছি।
আরও পড়ুন: তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব তৃণমূল সদস্যরাই
আরও খবর দেখুন