কলকাতা: মুখ্যমন্ত্রী জেলা সফর করতে পারেন। এজন্য জেলাশাসকদের প্রস্তুত থাকতে বললেন মুখ্যসচিব (Chief Secretary) বিপি গোপালিকা (BP Gopalika)। নবান্ন (Nabanna) সূত্রে খবর, জেলাশাসকদের সঙ্গে হওয়া ভার্চুয়াল বৈঠকে সোমবার রাজ্যের নতুন মুখ্যসচিব বললেন, যে কোনও সময় যে কোনও জেলায় যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সেই মতো প্রস্তুতি নিয়ে রাখুন।
জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব আরও বলেন, ভোটার তালিকা সংশোধনের যে কাজ হচ্ছে তা নির্ভুলভাবে আপনারা করুন। এই নিয়ে কোনও অভিযোগ আসা কাম্য নয়। দুয়ারে সরকারের পরিষেবা ৩০ জানুয়ারি পর্যন্ত দেওয়া হবে। পঞ্চায়েতগুলোর অধীনে যে রাস্তাগুলির নির্মাণ প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি সেগুলো আপনারা দ্রুত শেষ করুন। বৈঠকে বলা হয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দফতরে যে অভিযোগগুলি আসছে সেই অভিযোগগুলি আপনারা গুরুত্ব দিয়ে দেখুন। কোনও অভিযোগ যেন পড়ে না থাকে। আজ প্রায় এক ঘন্টা মুখ্য সচিব বৈঠক করেন জেলা শাসকদের নিয়ে।
আরও পড়ুন: প্রতিষ্ঠা দিবসে সুব্রতকে তীব্র আক্রমণ কুণালের
দায়িত্ব নেওয়ার পরের দিনেই রাজ্যের নতুন মুখ্যসচিব (Chief Secretary) বিপি গোপালিকা (BP Gopalika) প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) ডাকেন। সমস্ত জেলাশাসক, এসপি এবং কমিশনারেটের কমিশনারদের উপস্থিত থাকতে বলা হয়েছিল ওই বৈঠকে। আগেই ঠিক ছিল দুয়ারে সরকার থেকে আরম্ভ করে বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারেন তিনি। এই বৈঠকে নতুন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীও উপস্থিত ছিলেন। এটা রুটিন বৈঠক বলেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও খবর দেখুন