ওয়েবডেস্ক- ৭২ বছর পর শ্রাবণে শনি (Shanidev), বুধ, রাহু, কেতুর বক্রী চালে থাকবে। এই চার রাশির (Horoscope) আর্থিক শ্রীবৃদ্ধি। শ্রাবণ মাসেই সুফল ভোগ করবে এই রাশি। শ্রাবণে বুধ, শনি, কেতু, রাহুর একসঙ্গে উল্টো চালে গমন রয়েছে।
বৃষ
এই রাশির জীবনে সুখের সঞ্চার। ইতিবাদক পদক্ষেপ নিয়ে আসবে। আয় বাড়বে। কর্মক্ষেত্রে পরিশ্রমের মূল্য পাবেন। পদোন্নতি হবে। সুনাম বৃদ্ধি। প্রেমের সম্পর্ক মধুর হবে। দাম্পত্য জীবনে সুখের সঞ্চার। গুরুজনদের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি হবে। সামাজিক কাজে মন দেবেন। এই সময় মান সম্মান আর প্রতিষ্ঠা প্রাপ্ত হবে। মানসিক প্রশান্তি। শরীর সুস্থ থাকবে। একাগ্রতা বাড়বে। শিক্ষার্থীদের জন্য এই সময়টা খুব ভালো যাবে।
আরও পড়ুন- কুবের দেব যার প্রতি সহায় হন, সেই জাতক-জাতিকার কোনওদিন অর্থের অভাব হয় না
কর্কট
সৌভাগ্যের উন্মেষ। আর্থিক শ্রীবৃদ্ধি। কর্মক্ষেত্রে সাফল্য। পদোন্নতি। চাকুরিজীবীদের কর্মজগতে সুনাম বৃদ্ধি। ব্যবসায় সাফল্য। বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। সুনাম বাড়বে। আত্মবিশ্বাস বৃদ্ধি। পরিকল্পনা করে টাকা জমাতে পারবেন। আপনার অনেক ইচ্ছে পূরণ হবে।
মীন
যেকোনও কাজ শুরুর আগে পরিকল্পনা করে করুন, ভালো ফল পাবেন। কোনও দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি। জীবনে প্রেম আসবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখের সঞ্চার। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা পেতে পারেন ভালো চাকরি পাবেন। এই সময় আপনার ইচ্ছা পূরণ হতে পারে। কাজের জায়গায় কোনও প্রমোশন পাবেন। দায়িত্ব বাড়বে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।