বারুইপুর: জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় মাত্র ৬২ দিনের মাথায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আদালত। শুক্রবার বারুইপুরের ফাস্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের বিচারপতি সুব্রত চট্টোপাধ্যায় এই মামলার রায় ঘোষণা করেন। ঘটনায় দোষী মোস্তাকিন সর্দারকে এদিন ফাঁসির ম্রায় দেন বিচারপতি। মাত্র ৬২ দিনের মধ্যে এই মর্মান্তিক ঘটনার রায় দানকে ‘নজিরবিহীন’ বলে দাবি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। রাজ্য পুলিশের তরফে বলা হয়েছে, “এই রায় নজিরবিহীন। নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় ঘটনার মাত্র ৬২ দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ এর আগে পশ্চিমবঙ্গে কখনও ঘটেনি। এই মামলার তদন্তে আমাদের একটাই উদ্দেশ্য ছিল, যত দ্রুত সম্ভব নির্যাতিতা এবং তার পরিবারকে ন্যায়বিচার দেওয়া। মেয়েটি আর ফিরবে না, কিন্ত অভূতপূর্ব দ্রুততায় যে তাকে এবং তার পরিবারকে আমরা ‘জাস্টিস’ দিতে পেরেছি, দীর্ঘদিন বিচারহীন থাকতে হয়নি, এটুকুই আমাদের সান্ত্বনা, আমাদের প্রাপ্তি।”
আরও পড়ুন: ডিসেম্বরেই দিঘা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর যখন তিলোত্তমার বিচারের দাবিতে উত্তাল গোটা রাজ্য, তখন জয়নগরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। রাতে টিউশন পড়ে ফেরার সময় মোস্তাকিন সর্দার তাঁকে নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ এবং পরে শ্বাসরোধ করে খুন করে। পরের দিন পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে উত্তেজনা ছড়ায় জয়নগরে। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। তারপর ৭ অক্টোবর স্পেশ্যাল তদন্তকারী সিট গঠন করে রাজ্য। গত ৩০ অক্টোবর চার্জশিট জমা হয়। ৫ নভেম্বর থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহন। মোট ৩৬ জনের সাক্ষ্য নেয় আদালত। ৫ ডিসেম্বর অভিযুক্ত মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ তাঁকে ফাঁসির সাজা শোনালেন মহামান্য বিচারপতি।
দেখুন আরও খবর: