Placeholder canvas
HomeScrollগাজায় মৃত্যু সংখ্যা ১১ হাজার ছাড়াল

গাজায় মৃত্যু সংখ্যা ১১ হাজার ছাড়াল

গাজায় বিস্ফোরণে প্রতি দশ মিনিটে একজন করে শিশুর মৃত্যু হচ্ছে

তেলআভিভ: গাজায় (Gaza) প্রতি দশ মিনিটে এক জন করে শিশুর মৃত্যু (Child Death) হচ্ছে। ইজরায়েল হামাস যুদ্ধে (Israel Hamas War) এরকমই চাঞ্চল্যকর একটি রিপোর্ট উঠে এল। শনিবার ওই যুদ্ধ ৩৭ দিনে পড়ল। ইতিমধ্যে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। গাজায় অবিরাম বোমা ফেলেই চলেছে ইজরায়েল। উত্তর গাজা থেকে ক্রমশ অনেকেই দক্ষিণ গাজায় চলে যাচ্ছে। কারণ ইজরায়েলের ডিফেন্স ফোর্স হুমকি দিয়েছে। উত্তর গাজায় হামাসের ঘাঁটি রয়েছে। তাই সেই জায়গাকে টার্গেট করেছে ইজরায়েলি সেনা। হাসপালগুলিতে রোগী উপচে পড়ে। মর্গে জায়গা নেই।

হামাস ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে অতর্কিতে হামলা চালিয়েছিল। যাতে ১২০০ জনের মৃত্যু হয়। ২৪০ জনকে বন্দি করে তারা। তারপর থেকে যুদ্ধ চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেয়েসুস গাজায় প্রতি দশ মিনিটে একজন করে শিশুর হত্যা হচ্ছে।

আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ ইজরায়েলের কাছে আর্জি জানিয়েছে তারা গাজায় বোমা বর্ষণ বন্ধ করুক। তারা জানিয়েছে, হামাসের সন্ত্রাসী কার্যকলাপের ফ্রান্স নিন্দা করে। তবে ইজরায়েলের বোমা বর্ষণ বন্ধ করা উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২৫০টিরও বেশি আক্রমণ হয়েছে হাসপাতালগুলিতে। হামাসের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গাজায় এখনও পর্যন্ত ১১ হাজার ৭৮ জন প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে। তার মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু। এবং ৩ হাজার ২৭ জন মহিলা।

আরও খবর দেখুন 

চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | মিজোরামে নির্বাচন শেষ, ছত্তিশগড়ের ২০ আসনে ভোট হল, হাওয়া কোনদিকে?

RELATED ARTICLES

Most Popular

Recent Comments