কলকাতা: বারাসতে ধাক্কা দিয়ে এমার্জেন্সি থেকে রোগীকে (Patient) বের করে দেওয়ার অভিযোগ ডাক্তারের (Doctor) বিরুদ্ধে। বাধ্য হয়েই বেসরকারি হাসপাতালে (Private Hospital) ভর্তি যুবক। এমার্জেন্সির ডাক্তারের বিরুদ্ধে থানায় নালিশ করেছেন রোগীর পরিবার।
ডাক্তারদের নিরাপত্তার জন্য রাস্তায় নেমেছেন সারা বাংলার মানুষ। সেখানে ডাক্তারের অমানবিক চিত্র সামনে এল। এক রোগী অসহ্য পেটে যন্ত্রণা নিয়ে বারাসত হাসপাতালে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তারের বিরুদ্ধে রোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় হাসপাতালের সুপার ও বারাসত থানায় অভিযোগ দায়ের।
আরও পড়ুন: ডাইনি সন্দেহে ২ আদিবাসী মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
জানা গিয়েছে, পূর্ব খিলগাপুর গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামের এক যুবক বিগত তিনদিন ধরে পেটে ব্যথায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে অসুস্থতার বাড়াবাড়ি হওয়ায় পরিবারের লোক এবং প্রতিবেশীরা জেলা সদর বারাসাতের মেডিকেল কলেজে নিয়ে আসে ওই যুবক আমজাদ আলিকে। সেখানে জরুরি বিভাগে দেখানোর সময় ডাক্তার রোগীর প্রতি অমানবিক আচরণ করেছে বলে জানায় রোগীর পরিবারের লোকজনেরা। পরবর্তীতে অমানবিক আচরণের কারণে আমজাদকে অন্যত্র একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকের চিকিৎসার জন্য। এই আচরণের পরই রোগীর পরিবার ও প্রতিবেশীরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় তাঁদের রোগীকে অর্থাৎ আমজাদ আলিকে অন্যত্র কোথাও নিয়ে যাওয়ার এবং সেই মতো বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বর্তমান তিনি চিকিৎসাধীন। বারাসাত থানায় গিয়ে ডাক্তারের অমানবিক আচরণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আমজাদ আলীর পরিবারের আত্মীয়-স্বজন। এবং তাঁরা আরও জানান আগামীকাল হাসপাতাল কর্তৃপক্ষকেও এ বিষয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন।
আরও খবর দেখুন