নয়াদিল্লি: ঘোষিত সময়সীমার পরে জমা পড়া মনোনয়নপত্র (Nomination) বাতিল করায় বোম্বে হাইকোর্টের (Bombay High Court) প্রশ্নের মুখে নির্বাচন কমিশন (Election Commission)। বঞ্চিত বহুজন আগাহারি দলের প্রার্থী আকিফাআহমেদ দফাদারের মনোনয়নপত্র জমা পড়ে ৩০ অক্টোবর ১১ টার পর। মনোনয়নপত্র স্ক্রুটিনি করার জন্য ওই সময়সীমা দেওয়া হয়েছিল। কেন বেলা ১১ টাকেই সময়সীমা করা হলো? কেন তা বেলা ১২টা বা ১টা করা হলো না? যেখানে বহু জায়গায় দিনের কাজ শুরু হয় বেলা ১১ঃ০০ টায়! এমনই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে সংক্ষিপ্ত হলফনামা দেওয়ার নির্দেশ বিচারপতি আরিফ এস ডক্টর ও বিচারপতি সুদর্শন-এর।
দফাদার ২৯ অক্টোবর মনোনয়নপত্র জমা দেন। সেটাই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু অসম্পূর্ণ মনোনয়নপত্র হওয়ায় তা ফের জমা করতে বলা হয়। বিশেষত ফৌজদারি মামলা এবং আর্থিক তথ্য অসম্পূর্ণ থাকার কারণে। তাঁকে ৩০ অক্টোবর বেলা ১১ঃ৪৫ এর মধ্যে সংশোধিত মনোনয়নপত্র জমা দিতে বলা হয়। কিন্তু স্ক্রুটিনি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জানিয়ে সেদিন তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: প্রথম বিধানসভা অধিবেশনেই জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর প্রস্তাব
রিট মামলা নয়, এমন অভিযোগে ইলেকশন পিটিশন করা উচিত ছিল। দাবি নির্বাচন কমিশনের আইনজীবীর। দ্বিতীয়তঃ মামলাকারীকে ওই সময়সীমা সম্পর্কে আগেই অবহিত করা হয়েছিল বলে পাল্টা দাবি কমিশনের। মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি।
দেখুন অন্য খবর: