
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী দেড় মাসের মধ্যে তিনি দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে ফিরতে চলেছেন। তবে তার আগে কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদে বসানোর দাবি উঠল আমেরিকায়। এই প্রস্তাব দিয়েছেন কমলা হ্যারিসের প্রাক্তন কমিউনিকেশন্স ডিরেক্টর জামাল সিমন্স। সম্প্রতি, এক বিতর্কসভায় এই প্রস্তাব দেন তিনি এবং পরে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই নিয়ে মতামত প্রকাশ করেন। তাঁর মতে, জো বাইডেনের উচিত প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়া এবং কমলা হ্যারিস ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহন করুক। এমনটা হলে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে কমলার নাম উঠবে। তবে জামালের এই প্রস্তাব আমেরিকার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ এ বিষয়ে সহমত প্রকাশ করেছেন, আবার অনেকেই এই ধরনের পরিবর্তনকে অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিশৃঙ্খলার কারণ হিসেবে দেখছেন।
আরও পড়ুন: ইউনুসের অন্তর্বর্তী সরকারে আর কারা যোগ দিলেন, জেনে নিন
জামালের প্রস্তাব অনুযায়ী, বাইডেন যদি পদত্যাগ করেন, তাহলে হ্যারিস আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে স্বল্প সময়ের জন্য হলেও দায়িত্ব পালন করতে পারবেন। এটি আমেরিকায় মহিলা নেতৃত্বের অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে বলে একাংশ মনে করছেন। তবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বাইডেনের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপটে কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদে বসানো হলে, এটি একটি বিরল ও সাহসী পদক্ষেপ হতে পারে। কিন্তু সত্যিই কি এমনটা হবে? উত্তর দেবে একমাত্র সময়।
দেখুন আরও খবর: