রায়গঞ্জ: ইসলামপুরে (Islampur) তৃণমূল (TMC) নেতা বাপি রায় খুনে সিবিআই তদন্তের (CBI Investigation) দাবি জানাল পরিবার। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, দোষীদের ফাঁসি চান। এজন্য সিবিআই তদন্তের দাবি করছেন তাঁরা। উপনির্বাচনে রায়গঞ্জে ৫০ হাজারের বোশি ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রাতে শ্রীকৃষ্ণপুর এলাকায় ওই ঘটনা ঘটেছে।
জাতীয় সড়কের ধারে একটি হোটেলে খাবার খাচ্ছিলেন বাপি রায় ও মহম্মদ সাজ্জাদ নামে দুই তৃণমূল নেতা। কয়েকজন দলীয় কর্মীও ছিলেন সেখানে। সেসময় কয়েকজনের দল ঘিরে ধরে গুলি চালায়। বাপি ও সাজ্জাদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাপিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাপির স্ত্রী বলেন আমরা সিবিআই তদন্চ চাই। গুলিতে ওকে ঝাঁঝরা করে দিয়েছে। বিকেলে কেউ ফোন করে ডেকেছিল। চোখে, কানে, বুকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে।
আরও পড়ুন: ২০২৭-এ বিজেপি আর ফিরবে না…এ কি বলে দিলেন ইউপির বিজেপি বিধায়ক! দেখুন
আরও খবর দেখুন