নদীয়া: ক্লাস চলাকালীন সহপাঠীর সঙ্গে খুনসুটি। তাতেই রেগে গেলেন শিক্ষক। ওই শিক্ষকের প্রহারে গুরুতর আহত পঞ্চম শ্রেণীর ছাত্র (Student)। ঘটনায় রানাঘাট থানায় (Ranaghat PS) অভিযোগ দায়ের পরিবারের।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সহপাঠীর সঙ্গে খুনসুটির ঘটনায় মাটিতে পড়া সরঞ্জাম পড়ে যাওয়ার পর তা তুলতে গেলে শিক্ষকের বেদম প্রহার ছাত্রের উপর। ঘটনায় কানে গভীরভাবে আঘাত পেয়েছে পঞ্চম শ্রেণীর পড়ুয়া পৃথ্বীরাজ ঘোষ। ঘটনা নদীয়ার রানাঘাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের। পড়ুয়া এবং তার অভিভাবকদের অভিযোগ, শুধু মারধর করাই নয়, বিনা কারণে তাদের ছেলেকে বিদ্যালয় থেকে টিসি নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তবে পড়ুয়া জানাচ্ছে এই ঘটনা চলাকালীন একটুখানি হেসেছিল সে আর সেই কারণেই এইরকম বেদম প্রহার! বর্তমানে কানে হালকা শুনতে পাচ্ছে ওই পড়ুয়া। পড়ুয়ার মায়ের অভিযোগ, শাসন করতেই পারেন, তবে যেভাবে শাসন করেছেন তাতে তার সন্তানের কান কেটে গিয়েছে। আর এতেই তার ঘোর আপত্তি। এতে করে বিদ্যালয়ে ছাত্রের জীবন সংশয় রয়েছে বলেও মনে করছেন ওই পড়ুয়া মা। ঘটনায় রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেছে আক্রান্ত শিশুর পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে বিদ্যালয়ের তরফ থেকে এই ঘটনায় কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: লোকাল ট্রেনের প্রতিটি কোচে বসছে টিভি! কী দেখানো হবে টিভিতে?
দেখুন অন্য খবর: