ঝাড়গ্রাম, অরূপ ঘোষ: ঝাড়গ্রাম (Jhargram) জেলায় প্রথম কোনও স্কুলে ডিজিটাল স্মার্ট ক্লাসরুম (Digital Class Room) । পদিমা নারায়ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে (Padima Narayan Chandra Primary School) । পথ চলা শুরু করেছিলো এলাকার কুসংস্কার, অশিক্ষা, কুসংস্কার এর অন্ধকার দূর করার লক্ষ্যে। আর আজ ১০০বছরে পা রেখে সময়ের সঙ্গে পথ চলতে শুরু হচ্ছে ডিজিটাল স্মার্ট ক্লাসরুম।
গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতোর বিধায়ক তহবিলের অর্থানুকুল্যে ঝাড়গ্রাম জেলায় প্রথম ডিজিটাল স্মার্ট ক্লাসরুম।
গত ১০০বছর ধরে জঙ্গলমহলের সভ্যতা বহনকারি এই স্কুলের ছাত্র, ছাত্রীদের সময়ের সাথে এগিয়ে চলার জন্যই এই স্মার্ট ক্লাসরুম এর সিদ্ধান্ত বলে জানান বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো।
আরও পড়ুন- শনিবার বরফের চাদরে ঢাকল দার্জিলিং-ছাঙ্গু
শতবর্ষে পা রাখা পদিমা নারায়ণ চন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এবার থেকে স্মার্ট ক্লাসরুমে ক্লাস করবে।
রাজ্য জুড়ে সরকারি প্রাথমিক বিদ্যলয়ে যখন স্টুডেন্ট কমছে, তখন গোপীবল্লভপুর ২ এর পদিমা গ্রামের এই প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষে স্টুডেন্ট চোখে পড়ার মতো।
আজ শতবর্ষের অনুষ্ঠানে ডাক্তার বিধায়ক খগেন্দ্র নাথ মাহাতোর উপস্থিতিতে গ্রামবাসীরা পদযাত্রা করেন। আগামী দুদিন চলবে নানা ধরনের অনুষ্ঠান।
২০২৪ সাল। দেশ স্বাধীন এর লক্ষ্যে তখন উত্তাল দেশ। সে সময় এই এলাকার শিক্ষিত কিছু যুবক উপলব্ধি করেন যে গ্রামে কুসংস্কার, অশিক্ষায় জর্জরিত। শিক্ষার পরিবেশ তৈরি করতে না পারলে এলাকার উন্নয়ন সম্ভব নয়। বাড়াতে হবে শিক্ষার মান। নারীদের শিক্ষার আলোয় আনতে হবে। সেই লক্ষ্যে এলাকার কিছু ঘোষ পরিবার এবং দাস পরিবারের সদস্যরা গ্রামে স্কুল তৈরির পরিকল্পনা করেন। সুরেন্দ্র নাথ ঘোষের নেতৃত্বে গড়ে ওঠে পদিমা ও আঙার গ্যেড়িয়া গ্রামের মাঝে পদিমা নারায়ণ চন্দ্র বিদ্যালয়। আজ যা শতবর্ষে পা রাখলো।
এলাকার প্রথম স্কুলে শতবর্ষে আবার উল্লেখযোগ্য অবদান সময়ের সঙ্গে পথ চলার লক্ষ্যে ডিজিটাল ক্লাসরুম।
দেখুন অন্য খবর-