ওয়েব ডেস্ক: জোম্যাটো অনলাইন ফুড ডেলিভারির জনপ্রিয় অ্যাপ। বহু মানুষ নিত্যদিন ব্যবহার করেন এই অ্যাপ, প্রতিদিনের খাবার ডেলিভারির জন্য। বিভিন্ন নামি দামী সংস্থার খাবার পাওয়া যায় এই অ্যাপের মাধ্যমে। তবে এবার বদলে যেতে চলেছে এই সংস্থার নাম। এমনটাই জানানো হল সংস্থার কর্তৃপক্ষের তরফ থেকে। ‘জোম্যাটো’র বদলে এবার সংস্থার নাম হতে চলেছে’ ইটারনাল ‘। জানিয়ে দেওয়া হল জোমাট্যোর সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল এমনটাই জানিয়েছেন।
আরও পড়ুন: আগামীকাল আরজি কর মামলার রায়দান
ইতিমধ্যেই এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পড়ে গিয়েছে। বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে সংস্থার তরফে এই তথ্য জানানো হয়েছে। জানা যাচ্ছে, এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পরে গেলেই কর্পোরেট ওয়েবসাইট জম্যাটো ডট কমের নাম বদলে হয়ে যাবে ইটারনাল ডট কম।
উল্লেখ্য, ইতিমধ্যেই জ্যোমাটোর তত্ত্বাবধানে রয়েছে ব্লিঙ্কিট, যেখানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অর্ডার করলে ৭ মিনিটের মধ্যে তা আপনার ঘরে পৌঁছে যাবে। শুধু তাই নয়, যেই খাবার নষ্ট হয় সেই খাবার যাদের দরকার তাদের দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
দেখুন অন্য খবর