বর্ধমান:ট্যাবকাণ্ডে (Tab Incident) বর্ধমান জেলা পুলিশের হাতে ধৃত চারজনকে আজ আদালতে পেশ করা হবে। তাদের মধ্যে একজন স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক (Computer Teacher) । প্রত্যেকের বাড়ি মালদহে। এই নিয়ে ট্যাবকাণ্ডে ধৃতদের সংখ্যা বেড়ে দাঁড়াল আট।
গতকাল গ্রেফতার হওয়া হাসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে গত রাতে মালদহে অভিযান চালিয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।
আরও পড়ুন:ঝাড়খণ্ডে সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়ল ১৩.০৪ শতাংশ
এই অভিযানে পিন্টু শেখ, জামাল শেখ, শ্রবণ সরকার এবং রকি শেখ নামে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
ট্যাব ফান্ডের তছরুপি মামলায় তাদেরকে আদালতে হাজির করা হবে। মালদার ভগবানপুর কেবিএস স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক রকি শেখ-এর বিরুদ্ধে একাধিক স্কুলের অ্যাকাউন্টের লগইন ক্রেডেনশিয়াল সরবরাহ করার অভিযোগ রয়েছে, যা অর্থ তছরুপিতে সহায়তা করেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া যাচ্ছে।
দেখুন অন্য খবর: