কলকাতা: পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের গা ঘেঁষে নিম্নচাপ তৈরি বাংলাদেশে (Bangladesh)। পুজোর আগে ফের উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা। জারি হলুদ ও কমলা সতর্কতা। দেবীপক্ষ পড়ে গিয়েছে। তারই মধ্যে আকাশে পুজো পুজো ভাব দূরে থাক সারাক্ষণই ধূসর মেঘে আকাশ ঢেকে। যখন তখন বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই উষ্মা আরও বাড়ল। কারণ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে তৈরি হয়ে গিয়েছে নতুন একটি নিম্নচাপ। অন্যদিকে উত্তরবঙ্গে ভয় বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত।
আবহাওয়ার তুমুল ভোলবদল অব্যাহত। নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। উত্তর বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশনটি। কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ইয়েলো অ্যালার্ট জারি। ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: ইরানের হামলায় ধ্বংস ইজরায়েলের যুদ্ধবিমান
দেখুন অন্য খবর: