দিল্লি: রবিবার ঘরের মাঠে লজ্জার নজির গড়েছে টিম ইন্ডিয়া। দীর্ঘ সময় পর স্পিন সহায়ক পিচে মুখ থুবড়ে পড়তে দেখা গেছে তাবড় তাবড় ভারতীয় ব্যাটসম্যানদের। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, দলের সব সিনিয়র ব্যাটসম্যানদের ব্যাটে রানের খরা কাটেনি প্রথম টেস্ট থেকেই। এমনকি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরো সিরিজে দলের লোয়ার অর্ডারে অশ্বিন এবং জাদেজার মত অলরাউন্ডারদের ব্যাটও শান্ত ছিল। সেই কারণে এবার দলের সুপার সিনিয়র খেলোয়াড়দের নিয়ে কঠোর কোনও সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনটাই মনে করছেন অনেকে। সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের পারফরম্যান্সের উপর নির্ভর করবে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র খেলোয়াড়দের আন্তর্জাতিক কেরিয়ারের ভবিষ্যৎ।
সূত্রের খবর, অস্ট্রেলিয়া সফরের পর ভারতীয় টেস্ট দলের সুপার সিনিয়রদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিসিআইয়ের এক উচ্চপদস্থ কর্তা জানান, ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারে, তাহলে এই চার সিনিয়র ক্রিকেটারের মধ্যে কমপক্ষে দু’জনের টেস্ট কেরিয়ার শেষ হতে পারে। অর্থাৎ, তাঁদের জন্য শেষ সিরিজ হবে বর্ডার-গাভাসকর ট্রফি। সম্ভবত রোহিত, বিরাট, অশ্বিন এবং জাদেজা একইসঙ্গে শেষবারের মতো দেশের মাটিতে টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। বিসিসিআইয়ের শীর্ষকর্তার মতে, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে তড়িঘড়ি কোনও কড়া সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। ইতিমধ্যে দল ঘোষণা করা হয়েছে এবং খেলোয়াড়দের অস্ট্রেলিয়ায় পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। সুতরাং এখনই এমন কোনও সম্ভাবনা নেই। সূত্রের খবর, বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর, হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মার মধ্যে আভ্যন্তরীণ আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: হোয়াইটওয়াশের পর কী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে ভারত? দেখুন সমীকরণ
ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না ওঠে, তাহলে বিসিসিআই সাই সুদর্শন, দেবদূত পাডিক্কালের মত তরুণ প্রতিভাদের দলে নিয়ে আসার পরিকল্পনা করতে পারে। বিসিসিআই চায়, ২০১১ সালের মত যেন একইসঙ্গে একাধিক খেলোয়াড়ের অবসর নেওয়ার কারণে দলের অভ্যন্তরে ফাটল না ধরে। তাই, এমন কোনও কড়া সিদ্ধান্ত নেওয়া হলেও সেই বিষয়ে যথেষ্ট পর্যালোচনা চালাবে ক্রিকেট বোর্ড।
দেখুন অন্য খবর: