উত্তর ২৪ পরগনাঃ ২ নভেম্বর উত্তর ২৪ পরগনা থেকে নিখোঁজ হয় এক ছাত্রী। টানা ৯দিন নিখোঁজ থাকার পর, অবশেষে পুলিশি তৎপরতায় মুর্শিদাবাদ থেকে উদ্ধার করা হলো অপহৃত নাবালিকাকে। তাকে ইতিমধ্যেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
২ নভেম্বর হঠাৎতি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত থেকে নিখোঁজ হয় এক নাবালিকা। রাত হয়ে গেলেও নাবালিকার খোঁজ না মেলায় তড়িঘড়ি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। ছাত্রীর বাবা, মা’য়ের অভিযোগের প্রেক্ষিতে স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক অরিন্দম হালদারের নেতৃত্বে শুরু হয় নিখোঁজ ছাত্রীর খোঁজে তদন্ত। গঠন করা হয় স্পেশাল টিমও। নিখোঁজ নাবালিকার মোবাইল ফোন লোকেশন টাওয়ার ট্রাক করে শুরু হয় তদন্ত।
আরও পড়ুন: হাইকোর্টে বড় ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ! খারিজ হয়ে গেল আবেদন
মোবাইল ফোন লোকেশন ট্রাক করে পুলিশ জানতে পারে নিখোঁজ ছাত্রী মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায় রয়েছে। তড়িঘড়ি, স্বরূপনগর থানার পুলিশ রবিবার রাত্রিবেলাতেই মুর্শিদাবাদ থানায় খবর দেয়।
অবশেষে, মুর্শিদাবাদ থেকে সোমবার ভোরবেলা উদ্ধার করা হয় নিখোঁজ নাবালিকাকে। তুলে দেওয়া হয় পরিবারের হাতে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বসিরহাট স্বাস্থ্য জেলায় আজ নিখোঁজ ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপর, আজই বসিরহাট মহাকুমার আদালতে নিখোঁজ ছাত্রীকে তোলা হবে। বিচারকের কাছে ওই ছাত্রীর গোপন জবানবন্দী নেওয়া হবে, কোন অজ্ঞাত কারণে নাবালিকা নিখোঁজ হয়েছিলেন। বা এর পিছনে অন্য কোন অভিসন্ধি আছে কিনা বা কোন কারণে নাবালিকা পাচার চক্রের ফাঁদে পড়েছিলেন কিনা, তা জিজ্ঞাসাবাদ করা হবে।
দেখুন অন্য খবর: