মালদহ: রাহুল গান্ধীর গাড়ির কাচ ভাঙা নিয়ে অধীরের দাবি খারিজ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের। বুধবার কংগ্রেসের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানানো হয়, পশ্চিমবঙ্গের মালদহে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে প্রচুর ভিড় হয়েছিল। এই ভিড়ের মধ্যে হঠাৎ এক মহিলা রাহুলের গাড়ির সামনে এসে তাঁর সঙ্গে দেখা করেন। যে কারণে হঠাৎ ব্রেক লাগানো হয়। এরপর সিকিউরিটি সার্কেলের দড়ির কারণে গাড়ির কাচ ভেঙে যায়। জনগণের নেতা রাহুল গান্ধী। মানুষের প্রতি অবিচারের বিরুদ্ধে ন্যায়বিচারের জন্য লড়াই করছেন। জনগণ তাঁর সঙ্গে আছে, জনগণ তাঁর নিরাপত্তা দিচ্ছে।
এদিন মালদহের হরিশ্চন্দ্রপুর থানার দেওয়ানগঞ্জের কাছে ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছতেই জনতার চাপের মধ্যে পড়েন কংগ্রেস নেতা রাহুল। সেখানেই তিনি যে কালো রঙের গাড়িতে ছিলেন, সেই গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, বুঝে নিন কে ভাঙতে পারে? তাঁর অভিযোগ, বাংলায় রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি প্রবেশের পর থেকেই নানা রকম বাধার সম্মুখীন হতে হয়েছে। অধীরের মন্তব্য, যত রকমের বিরোধিতা করা যায়, হয়েছে। কোচবিহার থেকে এই অসহযোগিতা শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ খারিজ করে কাচ ভাঙার কারণ হিসেবে জনতার ভিড়কেই দাবি করেন।
আরও পড়ুন: হরিশচন্দ্রপুরে ন্যায় যাত্রায় ভাঙল গাড়ির কাচ
আজই বিহার থেকে মালদহ হয়ে ফের বাংলায় ঢুকেছে রাহুলের যাত্রা। ইন্ডিয়া জোট নিয়ে তৃণমূল এই ক’দিনে নিজেদের অবস্থান কার্যত স্পষ্ট করে দিয়েছে। রাজ্যে কংগ্রেসকে যে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না সেটাই ঠারেঠারে বুঝিয়ে দিতেই মমতার এই সফর বলে মনে করছেন অনেকেই। এদিকে আজই মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদহ সফর রয়েছে। মালদহ এবং মুর্শিদাবাদ দুটিই কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই দুই জেলার দুটি আসনই কংগ্রেসের দখলে গিয়েছিল। চব্বিশের ভোটে সেই ক্ষমতা দখল নেওয়ার সেই লক্ষ্যে এই দুই জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ও সভা বিশেষ তাৎপর্যপূর্ণ।
দেখুন আরও অন্যান্য খবর: