বাঁকুড়াঃ আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। কলকাতা পুলিশ (Kolkata Police) অভিযুক্তকে গ্রেফতার করেছে। তদন্তে এখন সিবিআইকে সহযোগিতা করেছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে। তা সত্ত্বেও রাজ্য সরকারকে অপমান করা হচ্ছে। এই অভিযোগে বাঁকুড়ায় বিক্ষোভ দেখাল তৃণমূল (TMC)।
এরাজ্যকে ‘অসম্মান করা হচ্ছে, কালিমালিপ্ত করা হচ্ছে’ অভিযোগ তুলে রবিবার অবস্থান বিক্ষোভ করল শাসকদল। ইন্দাস ব্লক তৃণমূলের পক্ষ থেকে স্থানীয় সুপার মার্কেটে ওই ইস্যুতে এক অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, ব্লক সভাপতি শেখ হামিদ সহ অন্যান্যরা। বিক্রমজিৎ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গকে অসম্মান ও কালিমালিপ্ত করা হচ্ছে’ অভিযোগ তুলে বলেন, আরজি করের ঘটনায় আমরা যথেষ্ট লজ্জিত, অসম্মানিত, ব্যথিত। প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমানিত করা হচ্ছে। সিবিআই তদন্ত করছে, আমরা সহযোগিতা করব। ওই ঘটনায় যুক্তদের তাঁরা ‘ফাঁসি’ চাইছেন বলেও জানান।
আরও পড়ুন: হাসপাতাল চত্বরে মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত পুলিশ
আরও খবর দেখুন