কলকাতা: সকালে নয়, সুপ্রিম কোর্ট (Supreme Court) আরজি কর (RG Kar Hospital) মামলা শুনবে সোমবার দুপুরে। গত ১৭ সেপ্টেম্বর শেষবার আরজি কর মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানির দিন ছিল ২৭ তারিখ। রাজ্যের আইনজীবীর সমস্যা থাকায় শুনানি পিছিয়ে যায়। সোমবার পরবর্তী শুনানি। শীর্ষ আদালত সূত্রের খবর, সোমবার দুপুর ২টোয় মামলাটি শুনবে আদালত। আগেকার মতো প্রধান বিচারপতির বেঞ্চের তালিকায় ৪২ নম্বরে মামলাটি উঠবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশি থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র।
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তার খুন ও ধর্ষণে স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি নেয় সুপ্রিম কোর্ট। গত ২০ অগাস্ট সেখানে প্রথমবার মামলাটির শুনানি হয়। সোমবার দুপুর ২টোয় মামলাটির শুনানির সময় বিশেষভাবে নির্দিষ্ট করা হয়েছে। এই মামলায় প্রায় ৪২ পক্ষের নথিভুক্ত আইনজীবীর সংখ্যা ২০০-র বেশি।
আরও পড়ুন: গদ্দার হঠাও ভাঙড় বাঁচাও, আরাবুলকে আক্রমণ সায়নীর
আরও খবর দেখুন