কাটোয়া: হাওড়া থেকে ব্যান্ডেল-কাটোয়া লাইনে গেলেই চোখে পড়বে মফঃস্বলের রেল স্টেশন-সমুদ্রগড়। এমনিতে সেখানে খুব একটা ভিড়ভাট্টা হয়না। তবে এই শান্ত-নির্মল রেল স্টেশনে এবার ধরা পড়ল এক অমানবিক ছবি। আসলে সমুদ্রগড় স্টেশনে এক মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। তাঁকে সেখানে পড়ে থাকতে দেখেন রেল যাত্রীসহ পথ চলতি মানুষজন সকলেই। কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি। এই ছবি দেখে বলাই যায় যে ‘কাকস্য পরিবেদনা’। এমতাবস্থায় পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের উপপ্রধান মোবিন হোসেন মন্ডলের নজরে আসেন ওই অসুস্থ মহিলা। তিনি মহিলার খোঁজখবর নিয়ে জানতে পারেন ওই মহিলার নাম সীমা রাজবংশী। এরপর শেষমেশ সুরাহা হল তাঁর।
আরও পড়ুন: সরকারি সম্পত্তি ভাঙচুরে ছাড় নয় কোনও রাজনৈতিক দলকেই: হাইকোর্ট
ওই অসুস্থ মহিলাকে সাহায্য করার তাগিদে উপপ্রধান মোবিন হোসেন মন্ডল প্রথমে সমুদ্রগড়ের স্টেশন মাস্টার এবং কর্তব্যরত আরপিএফ কর্মীর সাথে কথা বলেন। আরপিএফ কর্মী বলেন এগুলো তাঁদের প্রটোকলে পড়ে না। আরপিএফ কর্মী আরও বলেন, রেলের বৈধ টিকিট সহ কোনও যাত্রী যদি কোনওভাবে অসুস্থ হয়ে পড়েন বা ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে কোনো রকম দুর্ঘটনা ঘটে, তাহলে তড়িঘড়ি তাঁর চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। বাকি কারও প্রতি রেলের কোনও দায়িত্ব নেই। তিনি আরো বলেন প্রয়োজনে ওই মহিলাকে ঠ্যাং ধরে স্টেশনের বাইরে ফেলে দেবো। রেলের একজন কর্তব্যরত আরপিএফ কর্মীর মুখে এহেন বক্তব্য রেলের মানবিকতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তাহলে রেলের সবটাই কি বাণিজ্যিক? মানবিকতা বলে কি কিছুই নেই?
দেখুন আরও খবর: