কলকাতা: আরজি কর হাসপাতাল (RG Kar Hospital) কাণ্ডে জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) বিক্ষোভের (Protest) জেরে শিকেয় উঠেছে রোগী পরিষেবা। শুক্রবার থেকে বিঘ্নিত হয়েছে সাধারণ পরিষেবা। দূর থেকে রোগীরা এসে হয়রানির শিকার হচ্ছেন। এবার জরুরি বিভাগেও কর্মবিরতির সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা। তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত আরজি কর হাসপাতালে। আন্দোলনকারী ডাক্তাররা জানিয়েছেন, তাঁদের দাবি না মানা পর্যন্ত তাঁরা কর্মবিরতি চালিয়ে যাবেন। ফলে প্রশ্ন উঠেছে জরুরি বিভাগে সঙ্কটাপন্ন রোগীর ক্ষেত্রে কী হবে? তবে আন্দোলনকারী ডাক্তাররা জরুরি বিভাগে পরিষেবা না দিলেও ডাক্তারেরা সেখানে পরিষেবা দেবেন। তবে যে সমস্যা হবে তা অস্বীকার করছেন না কেউ।
রবিবার হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা। ছিলেন লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। এদিন আরজি করে পুলিশের নিরাপত্তা বেড়েছে। আন্দোলনকারী পড়ুয়ারা চার দফা দাবি পেশ করেছেন। সেই দাবি মানতে হবে বলে জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: নিকাশি নালা তৈরিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, বোমাবাজি
শুক্রবার সকালে আরজি করের চার তলায় সেমিনার হলে এক মহিলা চিকিৎসকের রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার থেকেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি। দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হন ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। পরে যোগ দেন অন্যানারাও।
আরও খবর দেখুন