নয়াদিল্লি: শুক্রবারের পুনরাবৃত্তি ঘটল রবিবারেও। মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে সুর চড়িয়ে পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমান্তের দিকে যাত্রার সময় ফের কৃষকদের (Farmer Movement) আটকে দিল পুলিশ। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ব্যারিকেড সহ ছুটে এল জল কামান।
রবিবার দুপুরেই দিল্লি অভিমুখে যাত্রা শুরু করেছিলেন ১০১ জন কৃষক। কিন্তু তাঁদের এগোতে দেওয়া হল না। পঞ্জাব-হরিয়ানা সীমান্তেই তাঁদের আটকে দেওয়া হল। জল কামান সহ টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়।
আম্বালা পুলিশ আগেই জানিয়েছিল, প্রশাসনের অনুমতি ছাড়া দিল্লির অভিমুখে কৃষকদের কোনও পদযাত্রা করতে দেওয়া হবে না। কৃষকদের আটকাতে সব রকমভাবে হরিয়ানা পুলিশ আগে ভাগেই প্রস্তুত ছিল। কড়া নিরাপত্তায় মোড়া ছিল শম্ভু সীমান্ত। এক পুলিশ আধিকারিক সাংবাদিকদের জানিয়েছেন, আগে আমরা অনুমতি পত্র দেখব। আমাদের কাছে ১০১ জনের একটি তালিকা দেওয়া হয়েছে। কিন্তু যাদের নাম তালিকায় দেওয়া হয়েছে, তারা প্রতিবাদে নেই। আর যারা আসছে তারা তাঁদের পরিচয় দিচ্ছে না।
আরও পড়ুনঃ: গুজরাতে ব্যাঙ্কে ধুন্ধুমার! ম্যানেজারের শার্টের কলার ছিঁড়ে দিল গ্রাহক
এদিকে এক কৃষক জানিয়েছেন, ওরা বলছে আমার নাম তালিকায় নেই। আমরা জানি না তাঁদের কোন তালিকা দেওয়া হয়েছে। আমরা যখন তাদের জিজ্ঞাসা করি যে তারা আমাদের পরিচয় যাচাই করার পরে আমাদের এগিয়ে যাওয়ার অনুমতি দেবে কি না, তারা আমাদের বলেছিল তখন আমাদের অনুমতি দেখাতে হবে।‘
কৃষকরা জানিয়েছেন, পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটাতে থাকে, জল কামান দিয়ে প্রতিরোধ করে। এই অবস্থায় আমাদের মুখ পুরো ঢেকে রাখতে হয়েছে, চোখ বাঁচাতে কালো চশমা পরেছি। চটের বস্তাও নিয়েও নিজেদের আত্মরক্ষার চেষ্টা করেছি। পুলিশের এই আচরণে একজন প্রতিবাদী কৃষক অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কৃষক নেতা তেজভীর সিং বলেন, কৃষকরা শান্তিপূর্ণভাবে হেঁটে যাচ্ছেন, তাও তাঁদের আটকানো হচ্ছে। হরিয়ানার কি আপত্তি আছে?” কেন্দ্র তাদের দাবি মেনে নিলে তাঁদের আর কৃষকদের রাজধানীতে মিছিল করার প্রয়োজন নেই।
দেখুন অন্য খবর: