কলকাতা: পল্লী প্রকৃতি, নদী, সবুজের মহা মিলনস্থল বাংলাদেশে (Bangladesh) অনেকেই ঘুরতে যান। কিন্তু, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটকরা সেখানে যাচ্ছেন না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ঘুরে আসতে পারেন সেই দেশ। ভারতীয়রা (Indian) এক্ষেত্রে বিশেষ আর্থিক সুবিধা পাবেন। কারণ দিনে দিনে সস্তা হচ্ছে বাংলাদেশের টাকা (Money)। ফলে ভারতের মুদ্রা বা টাকার দাম সেখানে বাড়ছে। পাঁচ বছর আগে ভারতীয় ১০০ টাকায় বাংলাদেশি ১১৮ টাকা পাওয়া যেত। এখন সেখানে অনেক বেশি টাকা পাওয়া যাচ্ছে। ভারতীয় মুদ্রাকেও বাংলা ভাষায় টাকা বলে। ২৫ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, ভারতীয় ১০০ টাকা মানে বাংলাদেশের ১৪৩ টাকা। ফলে ভারতীয়দের অল্প খরচেই সে দেশ ভ্রমণের এই সুযোগ মিলতে পারে। এদিকে ১ ডলারের বদলে এখন পাওয়া যায় ৮৩.৬৯ ভারতীয় টাকা।
উল্লেখ্য, বাংলাদেশের আর্থিক অবস্থা তলানিতে ঠেকেছে। ঋণের জালে জড়িয়ে রয়েছে ভারতের প্রতিবেশী এই দেশ। রাশিয়া, চীন, ভারত সহ একাধিক দেশের কাছে ঋণ রয়েছে বলে জানা গিয়েছে। এর উপরে আন্তর্জাতিক ক্ষেত্রে ফের ঋণের আবেদন করেছে সেখানকার সরকার।
আরও পড়ুন: এবার পঞ্চায়েতে হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্র সরকার?
আরও খবর দেখুন