Placeholder canvas
HomeScrollচারমাসের শিশুকন্যাকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

চারমাসের শিশুকন্যাকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

অভিযুক্ত মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তাঁর স্বামী

মালদা: মানিকচকের (Manikchawk) নুরপুরে চারমাসের শিশুকন্যাকে (Girl Child) খুনের (Death) অভিযোগ মায়ের বিরুদ্ধে। স্বামী,ভাসুর ও জাকে মিথ্যা মামলায় ফাঁসাতে চেয়ে নিজের চার বছরের শিশু কন্যাকে আছাড় মারে মা। আর তাতেই গুরুতর আহত শিশু কন্যার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু । মায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার শিশুকন্যাকে খুনের অভিযোগ দায়ের করল বাবা। ঘটনাটি মানিকচকের নুরপুর গ্রাম পঞ্চায়েতের পিয়াজটোলায়।

অভিযুক্ত মায়ের নাম ফেন্সি বিবি। গত ১০ বছর আগে নুরপুরের পিঁয়াজটোলার বাসিন্দা শেখ ইয়াসিনের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তাঁদের চার কন্যা সন্তান আছে। বিয়ের পর থেকে বাড়িতে অশান্তি লেগেই থাকতো। জা, ভাসুরদের সঙ্গে বচসা লেগেই থাকতো। ফেন্সি বিবি সন্দেহ করতো তার স্বামীর সঙ্গে বৌদির অবৈধ সম্পর্ক আছে। গত মাসে ফেন্সি বিবির জা এক পুত্র সন্তানের জন্ম দেন। ফেন্সি বিবির সন্দেহ, তার স্বামীই এই পুত্র সন্তানের বাবা। এই নিয়ে পরিবারের চরম অশান্তি হয়। এমনকি জোর করে নবজাত পুত্র সন্তানটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে নবজাতক পুত্র সন্তান গুরুতর আহত হয়। ফেন্সি বিবির বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার ভাসুর। তারপর থেকেই ফেন্সি বিবি হুমকি দেয় নিজের ছেলে মেয়েকে নিজে খুন করে খুনের অভিযোগে ফাঁসাবে নিজের ভাসুর ও জাকে। শেষমেষ মিথ্যা মামলায় ফাঁসাতেই গত এক নভেম্বর নিজের চার মাসের শিশু কন্যাকে মাটিতে জোরে আছড়ে মারে মা। যার ফলে গুরুতর আহত হয় শিশুকন্যা। এমনকি অন্যান্য সন্তানকেও ব্যাপক মারধর করে মা।

আরও পড়ুন: শাশুড়িকে খুনের অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে

শিশুদের চিৎকারে পড়শিরা এলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় মা। চার মাসের গুরুতর আহত শিশু কন্যাটিকে নিয়ে পাড়ার লোকেরা চিকিৎসার জন্য মানিকচক হাসপাতালে নিয়ে আসে। শিশুটির অবস্থার অবনতি হলে চিকিৎসকরা শিশুটিকে মালদহ জেলা হাসপাতালে রেফার করে। সেখানেও মালদহ মেডিকেলের চিকিৎসকরা পরামর্শ দেন শিশুটিকে কলকাতার কোনও নামি হাসপাতালে মাথার অপারেশন করাতে। গতকাল বাবা শিশুটিকে নিয়ে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ফিরে আসে। বৃহস্পতিবার সকালে শিশুটির মৃত্যু হয়। শিশু কন্যার মৃত্যুতে ভেঙে পড়ে বাবা। শেষমেষ মৃত শিশু কন্যাকে কোলে নিয়ে মানিকচক থানায় হাজির হয় বাবা শেখ ইয়াসিন। নিজের স্ত্রী ফেন্সি বিবির বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

ফেন্সি বিবির স্বামীর মামা সাবুর শেখ বলেন, শুধুমাত্র ভাসুর ও তার স্ত্রীকে মিথ্যা মামলায় ফাঁসাতে নিজের শিশুকন্যাকে মাটিতে আছাড় মারে ফেন্সি বিবি। ফেন্সি বিবি চেয়েছিল, তার শিশু কন্যার খুনের অভিযোগ ভাসুর ও তার স্ত্রীর ঘাড়ে চাপাতে। তার উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।

আরও খবর দেখুন 

চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | মিজোরামে নির্বাচন শেষ, ছত্তিশগড়ের ২০ আসনে ভোট হল, হাওয়া কোনদিকে?

RELATED ARTICLES

Most Popular

Recent Comments