পাপ্পু সাঁতরা, হুগলি:- ট্যাব (Tab) কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্যরাজনীতি। একে একে নাম উঠে আসছে আরও কয়েকটি স্কুলের। গতকালই এই দুর্নীতির তালিকায় জায়গা করে নিয়েছে বেহালার সরশুনা গালর্স স্কুল আর এবার নাম উঠে এল বলুহাটী উচ্চ বিদ্যালয়ের (Baluhati high School)। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, ইতিমধ্যে আমাদের স্কুলের তরফ থেকে ডোমজুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পাশাপাশি শিক্ষা দফতরেও জানানো হয়েছে এই বিষয়টি।
আরও পড়ুন:থালা তৈরির আড়ালে মাটির নীচে ভয়ঙ্কর কর্মকাণ্ড! বিহারে হানা লালবাজারের
বলুহাটী স্কুলের ১৪০ জন ছাত্র ছাত্রীর টাকা পাওয়ার জন্য নামের তালিকা করা হলেও সেখানে একজন ছাত্রীর টাকা ঢোকেনি বলেই অভিযোগ। জেলার প্রায় ৩০ টি স্কুলের ১২৮ জন ছাত্র ছাত্রীর ট্যাবের এই টাকা তাদের অ্যাকাউন্ট থেকে অন্য কারোর অ্যাকাউন্টে চলে যাওয়ায় উদ্বিগ্ন তাঁরা।
সাইবার বিভাগ সহ জেলার বিভিন্ন পুলিশ আধিকারিকরা নানা জায়গায় সেই বিষয় খতিয়ে দেখা শুরু করেছে।
তবে পুলিশ সূত্রে সেই তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে কিছু জানা যায়নি।
দেখুন অন্য খবর: