কলকাতা: ব্যারাকপুরের (Barrackpore) ব্যবসায়ী তাপস ভগতকে ফোনে তোলা চেয়ে হুমকি দেওয়ার ঘটনায় নাম জড়িয়েছিল বিহারের (Bihar) কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংয়ের (Subodh Singh)। যে ঘটনার তদন্তভার ইতিমধ্যেই পেয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। মোহনপুর থানার পক্ষ থেকে পাঁচ দিনের পুলিশ হেফাজত শেষ হওয়ার আগেই সুবোধ সিংকে পেশ করা হয় ব্যারাকপুর আদালতে। পরে সেখান থেকে তাকে পাঠানো হয় প্রেসিডেন্সি জেলের উদ্দেশ্যে। ব্যারাকপুর কোর্ট থেকে প্রেসিডেন্সি জেলে যাওয়ার আগেই সাংবাদিকদের সামনে বিস্ফোরক দাবি করলেন গ্যাংস্টার সুবোধ সিং। সাংবাদিকদের উদ্দেশ্যে সুবোধ বলে, ব্যবসায়ী তাপস ভগতকে আগে আপনারা প্রশ্ন করুন সে কেন পাটনা কোর্টে আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল? কি তার উদ্দেশ্য ছিল? তাপস ভগত এই এলাকায় আমার নাম করে ব্যবসায় প্রতিপত্তি দেখানোর জন্য আমার সঙ্গে কথা বলেছিল।
যদিও সুবোধ সিংয়ের করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ব্যবসায়ী তাপস ভগত। তিনি বলেন, আমার কোনও ইচ্ছা নেই সুবোধ সিংয়ের সঙ্গে দেখা করার বা কথা বলার। সে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে।
আরও পড়ুন: বাংলাদেশে সেনাবাহিনীর গাড়িতে আগুন দিল হাসিনার সমর্থকরা
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে তাপস ভগতকে ফোন করে হুমকি দেওয়ার ঘটনায় দুই দুষ্কৃতী সুজিত রায় ও অনিশ ঠাকুরকে পুলিশ ৭ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
আরও খবর দেখুন