কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ পন্থ (New Chief Secretary State Is Manoj Panth)। এতদিন মুখ্যসচিবের দায়িত্ব সামলেছেন বিপি গোপালিকা। এবার গোপালিকার জায়গায় এলেন মনোজ পন্থ। শনিবার সন্ধ্যায় নবান্ন তরফে বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে মনোজ পন্থ রাজ্যের নয়া মুখ্যসচিব। গত ৩১ মে মুখ্যসচিব পদে গোপালিকের মেয়াদ শেষ হয়েছিল। তাঁর তিন মাসের মেয়াদ বৃদ্ধির জন্য দিল্লিতে আবেদন জানিয়েছিল নবান্ন। রাজ্যের আবেদনে মিলল না সাড়া। মেয়াদ বাড়ল না রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকার। তাই মনোজ পন্থকে নয়া মুখ্যসচিব হিসাবে বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: সঞ্জয়ই ধর্ষক, মিলল ডিএনএ?
এতদিন অর্থ দপ্তর সামলেছেন মনোজ পন্থ (Manoj Panth)। শুক্রবারই মনোজকে অর্থ দফতর থেকে সরিয়ে সেচ দফতরে পাঠানো হয়। তাঁর বদলে রাজ্যের নতুন অর্থসচিব করা হয় প্রভাতকুমার মিশ্রকে। শনিবার নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে জারি করা হয়, সেই নির্দেশিকায় বলা হয়েছে, সেচদফতরের অতিরিক্ত সচিব পদ থেকেই মনোজ পন্থকে মুখ্যসচিবের দায়িত্ব দেওয়া হল।
দেখুন ভিডিও