নয়াদিল্লি: ইডির (ED) পরবর্তী অধিকর্তা হচ্ছেন রাহুল নবীন (Rahul Navin)। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে ইডির শীর্ষ পদে ১৯৯৩ ব্যাচের আইআরএস অফিসার নবীনের নাম ঘোষণা করা হয়। গত সেপ্টেম্বর থেকে তিনি ইডির ভারপ্রাপ্ত অধিকর্তা ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর ইডির অধিকর্তা পদে সঞ্জয়কুমার মিশ্রেয় মেয়াদ শেষ হয়েছিল। ২০২০ সালে নভেম্বরে ইডির ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছিল সঞ্জয়কে। এর আগে নবীন ইডির দফতরে প্রধান ভিজিল্যান্স অফিসার ছিলেন।
আরও পড়ুন: অপরাধীদের সন্ধান চাই, বিজ্ঞপ্তি জারি করল লালবাজার
ইডি গত কয়েক বছরে দেশের রাজনীতিতে বহুল চর্চিত তদন্তকারী সংস্থা। শীর্ষ রাজনীতিকদের জেলে যেতে হয়েছে ইডির হাতে গ্রেফতার হয়ে। বিরোধীদের অভিযোগ, ইডিকে কাজে লাগিয়ে বিরোধীদের উপর দমন পীড়ন চালাচ্ছে কেন্দ্রীয় সরকার।
আরও খবর দেখুন