কলকাতা: আরজি কর মেডিকেল কলেজের (RG Kar Medical College) নতুন অধ্যক্ষের (Principal) দায়িত্ব পাওয়া মানস কুমার বন্দ্যোপাধ্যায়ের (Manas Kumar Banerjee) দায়িত্ব নিতে অনীহা। এর আগে ২০২৩ সেপ্টেম্বরে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল। কিন্তু সূত্রের খবর, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অনুগামীরা তাঁকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্ব নিতে বাধা দেন। নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পালকে গতকালই অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল মানস কুমার বন্দ্যোপাধ্যায়কে।
ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) সরানো হয় বুধবার। সন্ধ্যায় স্বাস্থ্যভবনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জুনিয়র চিকিৎসকদের (Doctors Protest) দাবিকে মান্যতা স্বাস্থ্যভবন (Swasthtya Bhaban)। নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পাল-সহ আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চার শীর্ষ আধিকারিককে সরাল রাজ্য সরকার। বুধবার রাতে এ কথা জানান রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।
আরও পড়ুন: আরজি করের দোষীদের স্বাস্তির দাবিতে পথে ইউটিউবাররা
আরও খবর দেখুন