নয়াদিল্লি: ফের কি পরিবর্তন হচ্ছে প্যান কার্ড (PanCard) !তাহলে কি মানুষ যে প্যান কার্ড ব্যবহার করছে,তা বাতিল হয়ে যাবে? এই রকম নানা বিধ প্রশ্ন ঘোরাফেরা করছে, প্রধানমন্ত্রীর মোদির ঘোষণার পরেই। কি সেই ঘোষণা? সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা ঘোষণা করেছে, এবার থেকে প্যান কার্ডেও থাকবে কিউ আর কোড। এই নয়া প্রজেক্টের নাম দেওয়া হয়েছে প্যান ২.০ প্রকল্প (Pan 2.0 Project)। এই প্রকল্পের জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে ১৪৩৫ কোটি টাকা।
কেন্দ্রের ঘোষণা অনুযায়ী নয়া প্রজেক্টের প্যান কার্ডে কিউ আর কোড রাখা হলে আয়করদাতারা নানা ধরনের সুবিধা পাবে। তবে এতদিন মানুষ যে প্যান কার্ড ব্যবহার করছে, তা কি হবে? এই উত্তরে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, চিন্তার কিছু নেই।
আরও পড়ুন: চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে সরব বাংলাদেশের হিন্দুরা
এখন যাঁদের প্যান কার্ড রয়েছে, বিনামূল্যে আপগ্রেডেশন করা যাবে সেই প্যান কার্ডের। এখন ৭৮ কোটি প্যান কার্ড রয়েছে দেশে। তার মধ্যে ৯৮ শতাংশ প্যান কার্ড ব্যক্তিগত। কেন্দ্র বলছে, প্যান কার্ডে কিউ আর কোড যোগ হলে, তা ডিজিটাল ব্যবস্থার ব্যবহার যোগ্য হয়ে উঠবে। আর্থিক ব্যবস্থা লেনদেনের সুবিধা হবে, স্বচ্ছতা আসবে। দ্রুত পরিষেবা পাওয়া যাবে। ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।
কেন্দ্রের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে শাহ লিখেছেন, এই প্রকল্পের ফলে আয়করদাতাদের আয়কর রিটার্ন ফাইলের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এই সিন্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছে অমিত শাহ।
তবে কবে কেন্দ্রের এই প্যান ২.০ প্রকল্প শুরু হবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দেখুন অন্য খবর: